কলকাতার বালিগঞ্জে মাস্ক ও স্যানিটাইজার বিলি করল ভারত সেবাশ্রম সংঘ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৩ মার্চ: করোনা ভাইরাস আতঙ্কে মাস্ক ও স্যানিটাইজারের বিরাট আকাল তৈরি হয়েছে দেশজুড়ে। এখনও কলকাতা সহ রাজ্যের বহু মানুষ এগুলি সংগ্রহ করতে পারেনি। তাই এবার সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ শুরু করল ভারত সেবাশ্রম সংঘ।

সোমবার সকাল থেকে কলকাতার বালিগঞ্জ আশ্রমের প্রধান কার্যালয়ের সামনে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচির সূচনা করেন সন্যাসীরা। স্থানীয় কাউন্সিলর সুদর্শনা মুখার্জিও এসেছিলেন। আশ্রমের সন্যাসীরা বলেন, ভারত সেবাশ্রম সংঘ সন্ন্যাসী এবং সাধারন মানুষের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিয়েছে। আর সঠিক সময়ে এইকাজ করতে পেরে খুবই খুশি বলে জানান সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। তিনি আরও বলেন, গোটা দেশে মাস্কের আকাল চলছে। সাধ্যমতো মাস্ক সংগ্রহ করে সাধারণ মানুষের মধ্যে বিতরণ শুরু করা হয়েছে। একদিন আগেই তারা বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন তিনি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here