সাঁওতালি ভাষায় পঠন পাঠনে বোর্ড গঠনের দাবি ভারত জাকাত মাঝি পরগনা মহলের

সাথী দাস, পুরুলিয়া, ১৫ ডিসেম্বর: সাঁওতালি ভাষায় পঠন পাঠনে বোর্ড গঠনের দাবি জানিয়ে পুরুলিয়ায় মিছিল করল ভারত জাকাত মাঝি পরগনা মহল। আজ ওই সংগঠনের সদস্যরা সাঁওতালি বোর্ড গঠন ছাড়াও ভুয়ো জাতি শংসাপত্র নিষিদ্ধকরন, সাঁওতালি স্কুলে স্বেচ্ছা সেবকদের পার্শ্বশিক্ষকের মর্যাদা সহ একাধিক দাবিতে পুরুলিয়া জেলাশাসকের উদ্দেশ্যে স্মারকলিপি দিলেন তাঁরা।

ভারত জাকাত মাঝি পরগনা মহল পুরুলিয়া জেলা কমিটির উদ্যোগে সাঁওতাল তথা আদিবাসীদের আর্থ সামাজিক ও শিক্ষাক্ষেত্রে উন্নয়নের দাবিতে মিছিল হয়। সাঁওতাল ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত মহিলা-পুরুষ একত্রিত হয়ে বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত ব্যানার পোস্টার হাতে নিয়ে পুরুলিয়া শহরের একাংশ পরিক্রমা করেন। পরে জেলাশাসক কার্যালয়ের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হন তাঁরা। প্রায় এক ঘন্টা অবস্থান বিক্ষোভের পর দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি জেলাশাসকের উদ্দেশ্যে জমা দেন তাঁরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here