অলচিকি ভাষায় পঠন-পাঠন শুরু সহ নৈতিক অধিকারের দাবিতে আদিবাসীদের সরব হতে বললেন ভারতী ঘোষ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: আজ আদিবাসী ভাষা দিবস উপলক্ষ্যে ঝাড়গ্রাম জেলার দহিজুড়ি এলাকার পাঁচিয়াড়া গ্রামে সভা করতে আসলেন প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপির সর্ব ভারতীয় মুখপাত্র ভারতী ঘোষ। সেই মঞ্চ থেকে সাধারণ মানুষের অধিকার নিয়ে মন্তব্য করলেন তিনি, তুলে ধরলেন কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প থেকে কিভাবে সাধারণ আদিবাসী সম্প্রদায়কে বঞ্চিত রাখা হয়েছে।

এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের ভাষা দিবসের দিন রাজ্য সরকার তাদের ভাষাকে স্বীকৃতি দিলেও, সমস্ত স্কুলে এখনো অলচিকি ভাষায় পঠন-পাঠন শুরু হয়নি, সেই দাবি নিয়ে লড়াই করার কথা উল্লেখ করলেন এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের নৈতিক অধিকারের দাবিতে সরব হতে বললেন। বর্তমান সরকারের দুর্নীতিকে হাতিয়ার করে আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সরকারের থেকে মুখ ফেরাবে এলাকাবাসী এমনটাই আশা করলেন ভাষা দিবসের প্রধান অতিথি প্রাক্তন আইপিএস তথা বিজেপির সর্ব ভারতীয় মুখপাত্র ভারতী ঘোষ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here