সৌজন্যতা নিয়ে সমালোচনায় ভারতী ঘোষ

আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এরাজ্যে আসা যাঁরা সহ্য করতে পারেন না তাঁদের কুকুরের সঙ্গে তুলনা করলেন বিজেপি নেত্রী ও প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। রবিবার সন্ধ্যায় কেশপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণে আহত হয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মীদের দেখতে আসেন তিনি। সেখানে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বেলুড়মঠে এলেন তা নিয়ে অনেকেই ঘেউ ঘেউ শুরু করেছেন। অথচ সেই মোদী যখন আমেরিকায় গিয়ে লক্ষ লক্ষ মানুষের ‘হাউডি মোদী’ সম্মান পান তখন তাঁদের মুখ শুকিয়ে যায়। 
 

ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ওই দুটি দেশ রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ না হয়ে ভারতকে মধ্যস্থতার ভূমিকায় চাইছে। কারণ সারা বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন মোদী। আর আমাদের রাজ্যের এমনই দুর্ভাগ্য যে সেই ধরনের মানুষকে সাদরে গ্রহণ করার পরিবর্তে ঘেউ ঘেউ করছি। এটা কি ধরণের সৌজন্য! ভারতী ঘোষ জানান, তৃণমূলের দিন শেষ হয়ে এসেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here