চন্দ্রকোনার ভূঁইঞাপুকুর বায়োডার্ভাসিটি পার্ক পিকনিকের জন্য প্রস্তুত

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ ডিসেম্বর :
শীত মানেই পিকনিক। বাঙালির মন ছুটে চলে যায় দূর-দূরান্তে, কিন্তু সবসময় তো দূরে যাওয়া সম্ভব হয় না। তাই কাছেপিঠে এক বেলার জন্য পিকনিক করে আসা যেতে পারে ঘাটালের আশেপাশে। হাতের নাগালের মধ্যে একটি সুন্দর পিকনিক স্পটে ঘুরে আসতে পারেন। বেশি দূরে যেতে হবে না, চন্দ্রকোনা ১ ব্লক এ মাংরুল গ্রাম পঞ্চায়েতে র বায়োডাইভারসিটি পার্কে আপনি যেতে পারেন শীতের মিঠে রোদ মেখে। এই পার্কের মনোরম দৃশ্য এবং বিনোদনের ব্যবস্থা আপনার মন ভরিয়ে দেবে।

এই পার্ক শুধু যে পিকনিকের জন্য তা নয়, জীব বৈচিত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই পার্ক।
মাংরুল গ্রাম পঞ্চায়েতে গ্রামীণ পরিবেশে চোখজুড়ানো জীব-বৈচিত্র পার্কটিতে দেড়শ প্রজাতির ভেষজ উদ্ভিদ আছে, যা দেখে আপনি অবাক হবেন। এদের মধ্যে বেশ কিছু বিলুপ্তপ্রায় প্রজাতির উদ্ভিদ আছে। এই পার্কে আপনি পাবেন রজনীগন্ধা, কাজু, লেবু সহ গাছের মনোরম পরিবেশ। এছাড়াও বাহারি ফুলের গাছ দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে।

গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনু বন্দ্যোপাধ্যায় জানান, জানুয়ারি মাসের প্রথমেই ঘাটালের মহকুমা শাসক ওই পার্কের উদ্বোধন করবেন। প্রতিদিন অনেক মানুষের ভিড় জমাচ্ছেন এই পার্ক দেখার জন্য। কিন্তু অন্যতম শর্ত হলো পরিবেশ সুরক্ষিত রেখে পিকনিক করতে হবে। পার্কে পিকনিক করার জন্য যৎসামান্য প্রবেশ মূল্য আছে। রাতে থাকার জন্য আছে গেস্ট হাউস।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here