পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা তৃণমূলের, বানারহাটে পঞ্চায়েত প্রধান সহ প্রায় ১০০ জন তৃণমূল কর্মীর বিজেপিতে যোগদান

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৫ ডিসেম্বর: পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা তৃণমূলের। বানারহাট ব্লকের শালবাড়ি ২ নম্বর গ্রামপঞ্চায়েতের প্রধান কালিপদ রায় ও এক পঞ্চায়েত সদস্য সহ প্রায় ১০০ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করলেন। সোমবার জলপাইগুড়ি জেলা বিজেপি পার্টি অফিসে বিধানসভার বিজেপির চিফ হুইপ মনোজ টিজ্ঞার উপস্থিতিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই যোগদান পর্ব চলে। প্রধান কালিপদ রায়ের হাতে বিজেপির পতাকা তুলে দেন মনোজ টিজ্ঞা ও জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী। জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী বলেন, ‘তৃণমূলের যা পরিস্থিতি তাতে ওই দলে কোনো ভদ্র লোক থাকতে পারেন না। তাই ওই দল ত্যাগ করে সাধারণ মানুষের স্বার্থে এবং উন্নয়নের স্বার্থে কালিপদ রায় তার লোকজনদের নিয়ে বিজেপিতে যোগদান করলেন।’

এদিকে যোগদানের পর কালিপদ রায় বলেন, তিনি বহু দিন ধরেই তৃণমূলে ছিলেন। শুধু তাই নয় ২০১১ থেকে ২০২০ পর্যন্ত অঞ্চল সভাপতির পদ সামলেছিলেন। এছাড়া ধুপগুড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। কিন্তু বর্তমানে দলের মধ্যে যা চলছে তাতে এই মুহূর্তে সুস্থ অবস্থায় কেউ দল করতে পারে না। তাই তিনি দল ছাড়লেন বলে জানান।

অন্যদিকে জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চ্যাটার্জি বলেন, ‘কালিপদ রায় দীর্ঘ প্রায় ১বছর থেকে গ্রামপঞ্চায়েতে যেতেন না। ওটা বাটপার প্রধান ছিল। এতে আমাদের দলের কোনো সমস্যা হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *