আমাদের ভারত, ১২ মে: রাজ্যের মাদ্রাসায় জাতীয় সঙ্গীত জনগণমন গাওয়া বাধ্যতামূলক করল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। উত্তরপ্রদেশের মাদ্রাসা এডুকেশন বোর্ডের রেজিস্টার এসএন পান্ডে আগেই এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছিলেন। বৃহস্পতিবার থেকে তা কার্যকর করা হলো।
মার্চ মাসের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে, উত্তরপ্রদেশের প্রতিটা মাদ্রাসায় প্রার্থনার সময় জাতীয় সঙ্গীত গাইতেই হবে। রমজানের ছুটির পর বৃহস্পতিবার ১২মে থেকে মাদ্রাসাগুলোয় ক্লাস শুরু হওয়ায় এ দিন থেকে নির্দেশ কার্যকর হলো।
এবার থেকে মাদ্রাসার প্রত্যেক শিক্ষক এবং পড়ুয়াদের ক্লাস শুরুর আগে জনগণমন গাইতে হবে। এই নির্দেশ যাতে যথাযথভাবে মান্য হয় সেজন্য জেলার মাইনোরিটি বোর্ডকে দায়িত্ব দিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরপ্রদেশের ১৬ হাজার ৪১৬টি মাদ্রাসা রয়েছে। তারমধ্যে ৫৬০ টি সরকারি অনুদান পায়।