বড় বড় কচ্ছপ উদ্ধার রায়গঞ্জে, গ্রেফতার বিহারের ২ যুবক

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ মার্চ: পাচারের সময় উদ্ধার এক ডজন বড় বড় কচ্ছপ। ঘটনায় আটক ২ জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে।

জানা গিয়েছে, এদিন ৪ টি ব্যাগে মোট ১২ টি কচ্ছপ ভরে তা নিয়ে যাচ্ছিল দুই যুবক। সেসময় তাদের দেখে সন্দেহ হওয়ায় তল্লাশী চালায় কর্মরত ট্রাফিক পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ছুটে আসে বন দফতর ও পশুপ্রেমী সংস্থার প্রতিনিধিরা। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে তুলে দেওয়া হয় বন দফতরের আধিকারিক প্রদীপ কর চৌধুরীর হাতে।

পশুপ্রেমী সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়া জানান, বিহারের বাসিন্দা অনিল কুমার ও অমিত কুমার নামের ঐ ২ যুবক কচ্ছপগুলিক নিয়ে গঙ্গারামপুরে যাচ্ছিল। বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী তাদের শাস্তি হবে। উদ্ধার হওয়া কচ্ছপগুলি কুলিক নদীতে ছাড়া হবে বলে জানান গৌতমবাবু।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here