বিহারের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হাওড়ার বধূ

আমাদের ভারত, ১৭ নভেম্বর: নীতিশের মন্ত্রিসভায় উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রেনুদেবী। তিনি বিহারের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী। এই রেনুদেবী আসলে বাংলার বধূ। বিহারের বেতিয়ার রেনুর সঙ্গে বিয়ে হয় হাওড়ার জগাছা দুর্গাপ্রসাদের। বৈবাহিক সূত্রে রেনু দীর্ঘদিন জগাছাতেই থাকতেন। স্বামীর মৃত্যুর অনেক পর তিনি বিহারে নিজের বাপের বাড়িতে ফিরে যান। তবে এখনও মাঝেমধ্যেই সপরিবারে জগাছার বাড়িতে আসেন রেনু।

রেনুর উপমুখ্যমন্ত্রী হওয়ার খবরে খুশি হাওড়ার ববনপ্রসাদ সিংয়ের পরিবার। কারণ দুই পরিবারের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। রেনুর শ্বশুরবাড়ি দেখাশোনার দায়িত্ব এই পরিবারের ওপর। ববনপ্রসাদ জানালেন,রেনুর স্বামী দুর্গাপ্রসাদ ছিলেন একটি অর্থলগ্নি সংস্থার ফিল্ড অফিসার। জগাছার বাড়িতেই তাদের সন্তান জন্মেছিল। ১৯৭৯ দুর্গাপ্রসাদ মারা যান। এরপর অর্থলগ্নি সংস্থার ফিল্ড অফিসারের লাইসেন্স রেনু নিজের নামে ট্রানস্ফার করে কাজ শুরু করেন। জোরকদমে দীর্ঘদিন সে কাজ করেছিল। কিন্তু হঠাৎ করেই সংস্থা বন্ধ হওয়ায় সমস্যায় পড়েন তিনি। ১৯৮৯ সালে নাগাদ রেনু বিহারে বাপের বাড়ি চলে যান। সেখানে গিয়ে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে যান। চলে যাওয়ার সময় শ্বশুরবাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান স্বামীর ঘনিষ্ঠ বন্ধু ববপ্রসাদকে। তবে মাঝে মধ্যেই সপরিবারে হাওড়ার বাড়িতে আসেন রেনু।

ববন প্রসাদ জানান,তাদের দুই পরিবারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। আসা-যাওয়া কথাবার্তার প্রায়ই হয়। ববনপ্রসাদের ছেলে জানান তার রেনু আন্টি খুব ভালো মনের মানুষ। একসাথে তারা দুই পরিবার আগে বেড়াতে গিয়েছেন। তবে উপমুখ্যমন্ত্রী হওয়ার খবর শুনে শুভেচ্ছা জানানোর জন্য ফোন করলেও রেনুকে ফোনে পাননি তারা। ববনপ্রসাদের পুত্রবধূ রিনা বলেন,”বিহারের মহিলাদের জন্য ভালো কিছু করুক আন্টি, এটাই আমরা চাই। আমরা আশাবাদী বিহারের উন্নতিতে আন্টি কাজ করবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *