বিজন-বধ্যভূমি

১৯৮২ সালের ৩০ এপ্রিল কলকাতার বিজন সেতু এবং বন্ডেলগেটে আনন্দমার্গের ১৭ জন সন্যাসী এবং সন্যাসিনীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। সেই নৃশংসতার স্মরণে আজ ৩০তম বর্ষে কবিতাটি লিখেছেন, কচ।

বিজন-বধ্যভূমি

ওই এলো তিরিশে এপ্রিল
সতেরো সাধুর লাশে
লাল দল ক্রীড়া করে,
ক্রূর-বল হয়েছিল চিল!
ওই এলো তিরিশে এপ্রিল!

ধূতি নেতা, রাজ-বোস,
চেপে দিলো যত দোষ
কত বড় ভয়ানক পাপ!
সন্তভূমির পরে
লাশ হয়ে জ্বলে-পোড়ে
বাম-হস্ত তবু ঢাকে তাপ!

কত দিন গেলো
চলে সরকার ছিল বলে
ভুলেছে মানুষ যত দাপ,
এত বড় ক্ষমাহীন পাপ!

#কচ (সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *