মহাকরণে আগুনের ব্যাপারে মমতাকে দায়ী করলেন বিকাশ

আমাদের ভারত, ১৭ আগস্ট: মহাকরণে আগুনের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যেই দায়ী করলেন রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

বুধবার বিকাশবাবু সামাজিক মাধ্যমে লিখেছেন, “মমতা বললেন, সিপিএম সব ফাইল পুড়িয়ে দিয়েছে(অর্থহীন প্রলাপ), ওমনি তিনি মহাকরণে আগুন লাগিয়ে ফাইল পুড়িয়ে ফেললেন। এটা কাকতালীয় বলে উপেক্ষা করা ঠিক হবে না। উনি নিজে যে সব অপকম্ম করেন বা করতে চান ঠিক সেগুলিই বিরোধীদের নামে চাপিয়ে দেবার চেষ্টা করেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই যত তীব্র হবে তথ্য লোপাটের চেষ্টা তত বাড়বে।“

প্রসঙ্গত, মঙ্গলবার মহাকরণে স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের অধীনস্থ এনআরআই দফতরের ঘরে আগুন লাগে। ভর সন্ধ্যায় রাজ্যের পুরনো প্রশাসনিক সদরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্বভাবতই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দমকলের ডিজি ডিজি রণবীর কুমার জানান, যে ঘরে আগুন লেগেছে সেখানে গুরুত্বপূর্ণ দুটি ফাইল, কম্পিউটার সব পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। এছাড়া বেশ কিছু আসবাবপত্র পুড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *