স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া,২৩ মে: বেথুয়াডহরিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ডাম্পারের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর।
সোমবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার বেথুয়াডহরিতে ৩৪ নম্বর জাতীয় সড়কের গান্ধী মোড়ে। মৃত ব্যক্তির নাম শিবশঙ্কর বিশ্বাস (৪৯ )। নাকাশিপাড়ার পাটিকাবাড়ি রাধানগরের বাসিন্দা। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান শিবশংকর । তার বাইকটিকে ডাম্পার টানতে টানতে নিয়ে যায় বিডিও অফিস পর্যন্ত। এরপর নাকাশিপাড়া থানার পুলিশ বিডিও অফিসের সামনে থেকে ওই বাইকটি উদ্ধার করে নিয়ে আসে থানায়।
স্থানীয় লোকেরা ওই যুবককে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নাকাশিপাড়ার বেথুয়াডহরি গান্ধী মোড় দুর্ঘটনা প্রবণ এলাকা। এখানে যে ডিভাইডার রয়েছে তার কারনে প্রতিদিনই ছোট-বড় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে, মানুষের অসচেতনতাই দুর্ঘটনার কারণ। অনেকে মানেন না ট্রাফিক সিগন্যাল, এর ফলেও দুর্ঘটনা যাচ্ছে বলে মনে করেন অনেকে।