
অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৪ অক্টোবর: বিধানসভা ভোটের আগে নিজেদের শক্তি জানান দিতে ও কৃষি আইন সহ কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদে বাইক মিছিল ও পথসভা করল গোপীবল্লভপুর ১ নং ব্লকের তৃণমূল। রবিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের ছাতিনাশোল থেকে হাতিবাড়ি পর্যন্ত প্রায় ৩৫ কিমি বাইক মিছিল করল তৃণমূল। মিছিল শেষে শাশড়া ৩ নম্বর অঞ্চলের বিরসা চকে এক পথসভা অনুষ্ঠিত হয়। সেই পথ সভা থেকে তৃণমূলে যোগদান করল ৫০০ জন এমনই দাবি তৃণমূলের জেলা সভাপতি দুলাল মুর্মুর।
আজ বিরসাচকের কর্মী সভা থেকে তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু, রাজ্যে যুব তৃণমূলের সহ সভাপতি দেবনাথ হাঁসদা। এছাড়া উপস্থিত ছিলেন ঝাড়গাম জেলা যুব তৃনমূলের সভাপতি সান্তনু ষোষ, সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক, গোপীবল্লভপুর ১নং ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ, যুব সভাপতি সত্যকাম পট্টনায়েক সহ অন্যান্য নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূলের সহ-সভাপতি দেবনাথ হাঁসদা সহ ঝাড়গ্রাম জেলার একাধিক নেতা কর্মীরা।