জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুন: শুক্রবার দুপুরে পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। দুর্ঘটনাটি ঘটেছে পিংলা থানার গঙ্গাদাস চক সংলগ্ন এলাকায়। মৃতের নাম উৎপল ঘোড়াই। বয়স ৩২ বছর। বাড়ি সবং থানার নারায়নবাড় অঞ্চলের ভঞ্জপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ওই যুবক বাইকে করে বালিচকের দিকে যাচ্ছিল। সেই সময় তেমাথানির দিক থেকে আসছিল একটি লরি। পিংলা থানার গঙ্গাদাস চক সংলগ্ন এলাকায় ওই লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইক আরোহী যুবকের।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পিংলা থানার পুলিশ। যুবকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। আগামীকাল মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান দুটি গাড়ি দ্রুতগতিতে থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ লরিটিকে আটক করেছে।