পথদুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু কেশিয়াড়িতে

আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ ডিসেম্বর: কেশিয়াড়ি থানার জামবনি এলাকায় পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। বাইক চালিয়ে যাওয়ার সময় পিছন থেকে একটি ডাম্পার বাইক চালককে পিষে  দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

জানাগিয়েছে, মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ কেশিয়াড়ির দিক থেকে একটি ডাম্পার ও বাইক বেলদার দিকে যাচ্ছিল। কেশিয়াড়ি থানার জামবনি এলাকার কাছে রাস্তার ওপর থাকা পুলিশি ব্যারিকেড পার হওয়ার সময় পিছন থেকে দ্রুতগতিতে আসা ডাম্পার ওই বাইক আরোহীকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই বাইক আরোহীর মৃত্যু হয়।পরে কেশিয়াড়ি থানার পুলিশ এসে বাইক আরোহীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পথ দুর্ঘটনার জেরে এলাকায়  চাঞ্চল্য ছড়িয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here