কোটি কোটি টাকা পড়ে রয়েছে পুরুলিয়া জেলার পঞ্চায়েতগুলিতে, কাঠগড়ায় নির্মাণ সহায়করা

সাথী দাস, পুরুলিয়া, ২ ডিসেম্বর: অর্থ কমিশনের কোটি কোটি টাকা পড়ে রয়েছে পুরুলিয়া জেলার ১৭০ টি গ্রাম পঞ্চায়েতে। এর ফলে গ্রামাঞ্চলে উন্নয়ন ত্বরান্বিত করা যাচ্ছে না। গত আর্থিক বছর থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে জেলায়। আর এই কারণেই ভর্ৎসনার মুখে পড়লেন নির্মাণ সহায়করা।

পুরুলিয়া জেলা প্রশাসনের আয়োজিত রিভিউ মিটিংয়ে নির্মাণ সহায়কদের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন অতিরিক্ত জেলাশাসক মুফতি শামিম শওকত। প্রায় ১৭০ কোটি টাকা জেলার পঞ্চায়েতগুলিতে পড়ে রয়েছে। এই টাকা দিয়ে কত কাজ করা যেত বলে জানান অতিরিক্ত জেলাশাসক।

প্রসঙ্গত, জেলায় ৩০০ বেশি নির্মাণ সহায়ক কর্মরত রয়েছেন। পঞ্চায়েতে প্রধান ও সদস্যদের সদিচ্ছা ও সহযোগিতা না করার ফলেই উন্নয়নের কাজ ঠিক ভাবে হচ্ছে না বলে দায় এড়ানোর চেষ্টা করেন নির্মাণ সহায়করা। তবে, সাম্প্রতিক এই পরিস্থিতিতে চলতি মাসে মুখ্যমন্ত্রী পুরুলিয়া জেলা সফরে আসতে পারেন। আর এতেই উদ্বেগ বেড়েছে জেলাপ্রশাসনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *