রাজ্যের পাল্টা রাজভবনের সংবিধান দিবস নিয়ে মন্তব্য করলেন না বিমান বন্দ্যোপাধ্যায়

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৫ নভেম্বর:
রাজভবনে সংবিধান দিবস পালন নিয়ে কোনও মন্তব্য করতে চাইলেন না অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে সোমবার সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন তিনি। রাজভবন থেকে সংবিধান দিবস উপলক্ষে রাজ্যপালের কোনও আমন্ত্রণ অধ্যক্ষের কাছে এসেছিল কিনা, সাংবাদিকদের তরফের প্রশ্ন করা হলে অধ্যক্ষ জানিয়ে দিলেন এমন কোনও বিষয় আমার গোচরে নেই। এমন কোনও আমন্ত্রণপত্র আমি পাইনি।

উল্লেখ্য গত সপ্তাহে রাজ্য সরকারের তরফ থেকে ২৬ এবং ২৭ শে নভেম্বর দুদিন সংবিধান দিবস ঘোষণা করে। তারপর রাজ্যপাল জগদীপ ধনকার জানিয়েছিলেন ওই একই দিনে রাজভবনেও পালন করা হবে সংবিধান দিবস। তারপরে রাজ্য ও রাজ্যপালের সংঘাত চরমে উঠেছিল। সোমবার এ প্রসঙ্গে অধ্যক্ষ বিমান
বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে কিছু জানেন না বলে এড়িয়ে যান তিনি।

সংবিধান দিবসে উপস্থিত থাকবেন রাজ্যপাল জাগদীপ ধনকর। সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল উপস্থিত থেকে সংবিধান নিয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন তেমনটাও জানিয়েছেন অধ্যক্ষ। সরকারের সঙ্গে সংঘাতের আবহেই রাজ্যপালকে সাংবিধানিক নিয়ম মেনেই সংবিধান দিবসের আমন্ত্রণ জানিয়েছিল বিধানসভা সচিবালয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here