তিন বছরের মধ্যে তিন বাহিনীকে গাঁথা হবে এক সূতোয়, বড় বদল আনছেন রাওয়াত

আমাদের ভারত, ৫ ফেব্রুয়ারি: ভারতীয় সেনার ইতিহাসে বড়সড় বদল হতে চলেছে তিন বছরের মধ্যেই। এক সুতোই বাধা হবে সেনা, নৌসেনা ও বায়ু সেনাকে। নিজের এই লক্ষ্যের কথা স্পষ্ট করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।

শক্তিশালী সশস্ত্র বাহিনী তৈরি করতে তার এই লক্ষ্য নেওয়া হয়েছে। দক্ষতা, যুদ্ধের রসদ লোকবলকে একত্রিত করে তৈরি হবে মিলিটারি কমান্ড।

রাওয়াত বলেন, লোকবলের সর্বোচ্চ প্রয়োগ ও খরচ কমিয়ে যুদ্ধে একাট্টা হয়ে যাতে সেনা লড়াই করতে পারে তা নিশ্চিত করাই এখন লক্ষ্য। তবে কত সংখ্যক মিলিটারি কমান্ড তৈরি হবে তা এখনো স্থির হয়নি।
তবে একটি নর্দান থিয়েটার কমান্ড ও একটি ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড গঠনের প্রস্তাব রয়েছে।

চীন সীমান্তে মোতায়েন করা হবে ইস্টার্ন কমান্ড, পাকিস্তান ও চীন সীমান্তে কমান্ডের সঙ্গে পেনিনসুলা কামান্ডো থাকবে। একইসঙ্গে এয়ার ডিফেন্স কমান্ডস, স্পেস কমান্ড, মাল্টি সার্ভিস লজিস্টিকস কমান্ড,ট্রেনিং কমান্ডো থাকতে চলেছে। প্রত্যেকটি কমান্ডের গুরুত্বপূর্ণ অংশ হবে বায়ুসেনা। প্রয়োজনে দেওয়া হবে অতিরিক্ত যুদ্ধবিমান।

খরচ কমানোর জন্য বিশেষ ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই জায়গায় রাখা হবে বিভিন্ন বাহিনীর জওয়ানদের। মজুদ পণ্যের দেখভাল থেকে একই ধরনের অস্ত্র ব্যবহারেও জোর দেওয়া হবে। কোন অস্ত্রের আয়ু যদি ১০ বছর হয় তবে তা কুড়ি বছরের জন্য মজুদ রাখার বন্দোবস্ত করা হবে। একইসঙ্গে দ্রুত অস্ত্র তৈরীর ব্যবস্থাও করা হবে। ইতিমধ্যেই কামান্ডো গঠন নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক ডেকেছেন রাওয়াত।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here