হাওড়ার দুই কিশোরীকে বীরাঙ্গনা সম্মান

আমাদের ভারত, হাওড়া, ২৭ নভেম্বর: নিজেদের শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে জীবনে সাহসিকতার পরিচয় দিয়ে নিজ নিজ ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল উলুবেড়িয়া আশা ভবন সেন্টারের বিশেষ চাহিদা সম্পন্ন দুই কিশোরী জাহিরা খাতুন ও বাসন্তী কুমার। আর তাদের সাহসিকতার স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ দফতর দুই কিশোরীকে বীরাঙ্গনা সম্মানে ভূষিত করল। শুক্রবার দফতরের পক্ষ থেকে দুই কিশোরীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উলুবেড়িয়া আশা ভবন সূত্রে খবর, মানসিক প্রতিবন্ধকতাকে জয় করে জাহিরা খাতুন গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ফুটবল প্রতিযোগিতায় রাজ্যের প্রতিনিধিত্ব করে রাজ্যকে চ্যাম্পিয়ান করার পাশাপাশি ফেব্রুয়ারি মাসে স্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়ান হয়েছিল। আর তার এই সাফল্যের ফলে সে বীরাঙ্গনা পুরস্কার পেল।

অন্যদিকে নিজের দুটি হাতের ৫ টি ছোট আঙ্গুল দিয়ে পড়াশুনা করার পাশাপাশি ডান হাতের ছোট দুটি আঙুল দিয়ে লিখে এবার মাধ্যমিক পরীক্ষা পাশ করায় বাসন্তী কুমার ও বীরাঙ্গনা পুরস্কার পেল।

আশা ভবনের দুই কিশোরী বীরাঙ্গনা পুরস্কার পাওয়ায় খুশি আশা ভবন সেন্টারের কর্নধার জন মেরী বারুই। তিনি জানান এই পুরস্কার বিশেষ চাহিদা সম্পন্ন অন্য কিশোরীদের উৎসাহিত করবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here