পাখি, রঙিন মাছ ও ডগ শো উলুবেড়িয়ায়

আমাদের ভারত, হাওড়া, ২৮ ফেব্রুয়ারি: শুক্রবার থেকে উলুবেড়িয়া পৌরসভা ময়দানে শুরু হল পাখি রঙিন মাছের মেলা ও ডগ শো। এদিন বিকেলে এই মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান বিধায়ক পুলক রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ইদ্রিস আলি, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান সহ পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলররা।

এদিন দুই বিধায়ক সাদা পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করার পর বিধায়ক পুলক রায় বলেন, উলুবেড়িয়া পৌরসভা এলাকায় এই ধরনের মেলা এই প্রথম। মেলা আয়োজনের জন্য তিনি পৌরসভার চেয়ারম্যান অভয় দাসকে ধন্যবাদ জানান। মেলায় বিভিন্ন প্রজাতির কয়েক হাজার পাখি ছাড়াও একাধিক রঙিন মাছ জায়গা পেয়েছে।

সূত্রের খবর, তিনদিনের এই মেলার শেষদিন ডগ শো’য়ের আয়োজন করা হবে। এদিন মেলার উদ্বোধন হওয়ার পরেই উৎসাহ মানুষ ভিড় জমাতে শুরু করে মেলা প্রাঙ্গণে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here