এবার টার্গেট জন্মনিয়ন্ত্রণ আইন! সংসদের আসন্ন অধিবেশনেই বিল আনার দাবি

আমাদের ভারত, ১০ আগস্ট: এবার সংসদে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল আনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনিল আগারওয়াল। তিনি বলেছেন দেশের স্বার্থে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল খুব তাড়াতাড়ি আনা উচিত। জন্মনিয়ন্ত্রণ আইন না এলে ভারতবর্ষের আত্মনির্ভর সবার স্বপ্ন পূরণ হবে না।

বিজেপি সাংসদ বলেন, আত্মনির্ভর ভারত গঠনের জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল অত্যন্ত প্রয়োজনীয়। ভারতের জনবিস্ফোরণ আটকাতে শীঘ্রই জন্মনিয়ন্ত্রণ বিল আনার দরকার। তার কথায় ভারতকে আত্মনির্ভর এবং সর্বশ্রেষ্ঠ তৈরি করতে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল আইন একমাত্র বিকল্প। মোদীর আত্মনির্ভর ভারত গড়ে তুলতে গেলে জনসংখ্যার বিস্ফোরণ এখনই আটকাতে হবে।

তিনি মনে করিয়েছেন, গতবছর ১৫ আগস্টে বক্তব্যে মোদী জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের কথা উল্লেখ করেছেন। বিজেপি সাংসদ বলেছেন, এখন সেই সময় চলে এসেছে, এই আইনকে বলবৎ করার। আর এই আইন বলবৎ করতে গেলে আসন্ন সংসদের অধিবেশনেই জন্ম নিয়ন্ত্রণ বিল আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *