চায়ের দোকানে বসে পালিত হল বিশিষ্ট সাংবাদিকের জন্মদিন

আমাদের ভারত, বনগাঁ, ১২ ফেব্রুয়ারি: চায়ের দোকানে বসে পালিত হল বিশিষ্ট সাংবাদিক অনিরুদ্ধ কীর্তনিয়ার ৩৮ তম জন্ম দিন। বুধবার সকালে খবর সংগ্রহের পথে বনগাঁর আদালত চত্বরে একটি চায়ের দোকানের সামনে বসে কেক কেটে, মোমবাতি জ্বেলে পালিত হয় জন্মদিন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক শুভঙ্কর দাস, সোমনাথ মজুমদা, দীপ, বিট্টু সহ অন্যান্য সাংবাদিকরা। তাঁর এই জন্ম দিনে বনগাঁ প্রেস ক্লাব থেকে ফুলের তোড়া সহ একটি ক্যামেরা তুলে দেওয়া হয়।

অনিরুদ্ধবাবু জনিয়েছেন, আজ আমার জন্ম দিনে এই ধরেন অনুষ্ঠানে খুব খুশি। আমরা বড় হওয়ার পর মা বাবারা ভুলেই যায় জন্মদিনের তারিখটা। কিন্তু বন্ধু সহ সহকর্মীরা যে মনে রেখেছে এটাই আমার কাছে গর্বের। খুশি প্রকাশ করে তিনি বলেন, বন্ধুরাই এক সময় হয়ে ওঠে আপনজন, খুব কাছের মানুষ। বনগাঁর বিশিষ্ট সাংবাদিরা তার এই জন্ম দিনে উপস্থিত থাকতে না পারলেও অনিরুদ্ধের এই বিশেষ দিনে তার দীর্ঘ জীবন কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের ভালবাসা তার সঙ্গে সব সময় থাকবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here