বিরিয়ানি আতঙ্ক ! ৭৮ টাকার বিরিয়ানি খেয়ে অসুস্থ বালুরঘাট শহরের একাধিক পরিবার, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১১ মে: বিরিয়ানি আতঙ্ক! ৭৮ টাকার বিরিয়ানি খেয়ে বালুরঘাট শহরে অসুস্থ একাধিক পরিবার। ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনা জানিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ আক্রান্ত মিঠুন সরকারের। পাল্টা সাইবার ক্রাইম থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন দোকান মালিকও।

জানা গেছে, বালুরঘাটের মাহিনগর এলাকার বাসিন্দা পেশায় ট্যাক্সিচালক মিঠুন সরকার ৮ মে তারিখে শহরের হিলি মোড় এলাকার একটি দোকান থেকে বিরিয়ানি কেনেন তার পরিবারের জন্য। খাবার পরেই বাড়ির প্রায় সকলেই অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। ঘটনা সকলের সামনে তুলে ধরতে একটি সতর্কবার্তা দিয়ে ওই দোকানের ছবি ফেসবুকে পোস্ট করেন মিঠুন।

এদিকে একই দিনে ওই দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েন শহরের আরো একাধিক বাসিন্দা। যারা সোশ্যাল মিডিয়ায় মিঠুনের দেওয়া পোস্টটি শেয়ার করবার পাশাপাশি তারা নিজেরাও যে ওই দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়েছেন সেটাও তারা ব্যক্ত করেন তাদের কমেন্টে। সোশ্যাল মিডিয়ায় এমন ঘটনা সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গোটা বালুরঘাট শহরে।

এদিকে নিজের ব্যবসার সুখ্যাতি ধরে রাখতে মরিয়া দোকান মালিক। চক্রান্ত করে তার দোকানের বদনাম করার চেষ্টা হচ্ছে এমন অভিযোগ তুলে সাইবার ক্রাইম থানায় মিঠুন সরকারের বিরুদ্ধে বুধবার একটি লিখিত অভিযোগ জানান বিরিয়ানি দোকানের মালিক বিজন কবিরাজ। অন্যদিকে কিছুটা সুস্থতা বোধ করতেই ছুটে এসে ওই বিরিয়ানি দোকানের মালিকের বিরুদ্ধে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মিঠুন সরকার নামে ওই ট্যাক্সিচালক। খাবারের বিষক্রিয়ায় তাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারতো এমনটাও দাবি করেছেন আক্রান্ত ওই ব্যক্তি। শহরজুড়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা করছে খাবারের দোকানগুলো, এমন অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ট্যাক্সি চালক মিঠুন সরকার। ঘটনা নিয়ে তদন্তের আশ্বাস প্রশাসনের।

মিঠুন সরকার বলেন, ওই দোকানের বিরিয়ানির স্বাদ ভালো শুনে রবিবার পরিবারের জন্য ৭৮ টাকা দামের ওই বিরিয়ানি কিনে এনেছিলা। খাওয়ার ৩০ মিনিট পর থেকেই সকলে অসুস্থ হয়ে পড়ি। ওষুধের দোকান থেকে ওষুধ কিনে এনে কিছুটা সুস্থতা অনুভব করছেন। তবে তার মতো যেন আর কেউ অসুস্থ না হয় সেজন্যই ফেসবুক পোস্টটি করেছেন।

যদিও দোকান মালিক বিজন কবিরাজ জানিয়েছেন, তার দোকানের খাবার খেয়ে অসুস্থতা অনুভব করতেই পারেন। তবে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় না ছেড়ে এব্যাপারে কোথাও লিখিত অভিযোগ জানাতেই পারতেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিঠুন সরকার নামে ওই ব্যক্তি তার ব্যবসার ক্ষতি করতে চেয়ে এমন ঘটনা ঘটিয়েছেন। বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।

বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন, সংবাদমাধ্যমের কাছ থেকে বিষয়টি প্রথম শুনলেন তিনি। ফুড সেফটি ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত হলেও বিষয়টি খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *