জাতীয় স্তরের ৬০ ঊর্ধ্ব দৌড় প্রতিযোগীতায় ৩টি সোনা ও ৩টি রুপোর পদক জিতলেন বাগদার অবসরপ্রাপ্ত শিক্ষক বিষ্ণুপদ মন্ডল

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৬ ফেব্রুয়ারি: জাতীয় স্তরেট ৬০ ঊর্ধ্ব দৌড় প্রতিযোগিতায় ৩ টি সোনা ও ৩ টি রুপোর পদক জিতলো হেলেঞ্চার অবসরপ্রাপ্ত শিক্ষক বিষ্ণুপদ মন্ডল। উত্তর ২৪ পরগনার বাগদার হেলেঞ্চার বাসিন্দা বিষ্ণুপদ মন্ডল বাগদার কাশিপুর গ্রামসভা হাই স্কুলের শিক্ষকতা থেকে ২০১৯ সালে অবসর নিলেও জীবনের দৌড় জারি রেখেছেন।

৬৪ বছরের বিষ্ণুপদবাবু ভোর হতেই নেমে পড়েন মাঠে। অনেক যুবক-যুবতীদের পিছনে ছেলে দৌড়ে এগিয়ে যান তিনি। প্রতিদিন শরীরচর্চা তার সঙ্গী। অসুস্থতা থেকে রক্ষা পেতে ডাক্তারের উপদেশে শরীর চর্চা শুরু করেছিলেন বিষ্ণুবাবু। কিন্তু এখন দৌড়ে পশ্চিমবঙ্গকে একাধিক বিভাগে পদক এনে দিচ্ছেন বিষ্ণুবাবু। তিনি চান যুবসমাজ উদ্বুদ্ধ হোক শরীরচর্চায়। সাম্প্রতিক মেদিনীপুরের অরবিন্দু স্টেডিয়ামে ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত জাতীয় পর্যায়ের বয়স্কদের ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। সেখানে ১০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড় ও ৪×৪০০ মিটার রিলে রেসে সোনা এবং ২০০ মিটার ৮০০ মিটার ৪×১০০ মিটার রিলে রেসে রূপোর পদক জয়ী হন বিষ্ণুপদ মন্ডল। শিক্ষকতা থেকে অবসরের পরে একের পর এক পদক জিতে নিজের খুব আনন্দ লাগে বলে জানালেন বিষ্ণুবাবু। তিনি বলেন, পশ্চিমবঙ্গকে চাম্পিয়ান করতে জীবন বাজি রেখে খেলেছি। কিন্তু দুঃখের বিষয় সামনেই জাতীয় স্তরের আরও একটি খেলা। সেখানে যাওয়ার ও এন্টি ফি দেওয়ার খরচটুকু আমরা সরকারের কাছ থেকে পাই না।

বিষ্ণুপদ মন্ডলের স্ত্রী চন্দ্রিকা মন্ডল জানালেন, শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পরে তিনি এই খেলাধূলা নিয়েই আছেন। নানা জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদক জয়ী হয়ে আসেন এতে তিনিও আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *