এনআরসি আতঙ্কেই হার, স্বীকার বিজেপি নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরীর

নীল বনিক: আমাদের ভারত, কলকাতা, ২৮ নভেম্বর: এনআরসির কাঁটাতেই হারতে হয়েছে দলকে। বুধবার উপনির্বাচনে হারের পর এই কথা জানালেন দলের সহসভাপতি বিশ্বপ্রিরায়চৌধুরী। তিনি স্বীকার করে নিয়েছে যে এনআরসির প্রভাব উপনির্বাচনের পড়েছে। তারসঙ্গে তিনি আরও বলেন, এনআরসি নিয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছে। আমরা স্বীকার করে নিচ্ছি বিজেপি এনআরসি নিয়ে রাজ্যের মানুষকে ভালোভাবে বোঝাতে পারেনি।

পাশাপাশি অবশ্য তিনি বলেন, আমাদের বিশ্বাস ২০২১ এর ভোটে এমন ফলাফল হবে না। আজ ভোটের ফলাফল আসতেই শুনশান ছিল রাজ্য বিজেপির সদর দফতর। বেলা গড়াতেই কর্মী সমর্থকরাও মুরলিধর সেন লেন ছেড়ে চলে যান। দুপুর ২টো পর্যন্ত বিজেপির কোনও রাজ্য নেতা সদর দফতরের সামনে আসেননি। নির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়া জানবার জন্য বহু রাজ্য নেতাকে ফোন করা হয়েছিল। তারাও আজ ফোন তোলেননি। আবার অনেকেই মোবাইল বন্ধ করে রেখেছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here