হিন্দু জাগরণ জাগিয়ে রাখতে রামমন্দির আন্দোলন চালিয়ে যাবে বিশ্ব হিন্দু পরিষদ

আমাদের ভারত,২৪ নভেম্বর:রাম মন্দির আন্দোলনকে আগামী দিনে চালিয়ে নিয়ে যাবে বিশ্ব হিন্দু পরিষদ। কারণ রাম মন্দির আন্দোলন হিন্দু জাগরণ ঘটিয়েছে। তাই আগামী দিনেও হিন্দু জাগরণকে জাগিয়ে রাখতে রাম মন্দির আন্দোলন চালিয়ে যাবে বিশ্ব হিন্দু পরিষদ। তাই আগামী মাস গুলিতে রাম মন্দিরকে ঘিরে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিয়েছে তারা। সেই মত ইতিমধ্যেই শুরু হয়ে রাম বারাত।

সুপ্রিম কোর্টের রায় রাম মন্দির আন্দোলন একটা সন্তোষজনক সমাধানের জায়গায় পৌঁচেছে। কিন্তু তবুও পরিষদ এই আন্দোলনকে থামাতে চায় না। সামনের ৪ মাসে গ্রাম স্তরে বিশ্ব হিন্দু পরিষদ রাম মহোৎসবের আয়োজন করতে চলেছে। তাদের লক্ষ্য হিন্দু জাগরণ কে জাগিয়ে রাখা।

এই রাম মন্দির আন্দোলনকে ঘিরে হিন্দু জাগরণ হয়েছে দেশে। পরিষদ মনে করে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি মুসলিমদের তুষ্ট করতেই রাজনীতি করে। কিন্তু রাম মন্দির নিয়ে আন্দোলন শুরু হওয়ার পর থেকে হিন্দু জাগরণ সম্ভব হয়েছে‌ ।

তাদের অভিযোগ দশকের পর দশক ধরে ধর্মনিরপেক্ষতার নামে হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা দেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাস থেকে বিশ্ব হিন্দু পরিষদের সাংগঠনিক পুনর্গঠন শুরু হয়েছে। তাদের লক্ষ্য গ্রামে নতুন আট হাজার শাখা খোলা। এরপরই গ্রামপর্যায়ে রাম মহোৎসবের আয়োজন করা হবে। তারপর কমিউনিটি ভিত্তিক পুজোর আয়োজন করা হবে। সেই অনুষ্ঠান গুলিতে, কোন পথে রাম মন্দিরেরআন্দোলন পরিচালিত হয়েছিল তা জানাবে বিশ্ব হিন্দু পরিষদ।

বিশ্ব হিন্দু পরিষদ মনে করে এই রাম মন্দির আন্দোলনকে মুসলিম তোষণে বিরুদ্ধে হিন্দুদের জাগ্রত করার ক্ষেত্রে কার্যকর হয়েছে। তাই সেই পথেই আগামী দিনেও এগোতে চাইছে বিশ্ব হিন্দু পরিষদ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here