
আমাদের ভারত, মেদিনীপুর, ১ জুন: আমফান পরবর্তী ক্ষয়ক্ষতি নিয়ে দাঁতনের বিডিওর সাথে কথা বলতে যাওয়ার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার মুখে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা। এই অভিযোগ করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি নেতৃত্ব। তৃণমূলের আক্রমণের প্রতিবাদ জানাতে গিয়েও বিজেপির জেলা নেতৃত্ব তৃণমূলের রোষের শিকার হন। গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে দাঁতন থানার সামনে পথ অবরোধ করে অবস্থানে বসেন জেলা নেতৃত্ব।
বিজেপির জেলা সভাপতি সমিত দাস অভিযোগ করেছেন, দাঁতনে তাদের কর্মী-সমর্থকদের উপর তৃণমূলের হামলার খবর পেয়ে তিনি দাঁতনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার গাড়িতেও হামলা চালায় তৃণমূল কর্মী সমর্থকরা। এরই প্রতিবাদে দাঁতন থানার সামনে অবস্থানে বসেন তারা। পরে হামলাকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দাঁতন থানার ওসি কে একটি স্মারকলিপি দেন।