ঝাড়গ্রামে তৃণমূল কর্মীদের উপর হামলা, হাত পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২০ সেপ্টেম্বর:
ঝাড়গ্রামের বাঁধগোড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির পঞ্চায়েতের প্রধান এবং তাঁর দলবলের বিরুদ্ধে। হামলায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন। গুরুতর জখম অবস্থায় তিনজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে। একজনের পা এবং হাত ভেঙ্গেছে বলে জানা যায়। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, হামলা চালিয়েছে তৃণমূল। এব্যাপারে দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে।

ঘটনার খবর পেয়েই হাসপাতালে উপস্থিত হন বন প্রতিমন্ত্রী তথা ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদা। এই হামলার ঘটনা নিয়ে বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, আজকে বাঁধগোড়াতে আমাদের চারজন কর্মী একটি দোকানে বসে চা খাছিলেন সেই সময় বাঁধগোড়া অঞ্চলের বিজেপির প্রধান ও তার কিছু গুন্ডাবাহিনি আমাদের কর্মীদের উপর চড়াও হয়। এখন তাঁরা ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিচ্ছি, না হলে আমারা পথে নামব।

বিজেপির জেলা সাধারণ সম্পাদক অবনী ঘোষ বলেন, হামলা চালিয়েছে তৃণমূল। কিছুদিন আগে তৃণমূল থেকে এক পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দিয়েছেন। এই পঞ্চায়েত সদস্য একসময় বিজেপি থেকে তৃণমূলে গিয়েছিলেন ফের তিনি বিজেপিতে ফিরে এসেছেন। গতকাল তাঁকে মারধোর করতে এসেছিল তৃণমূলের লোকজন। সেইসময় চায়ের দোকানে উপস্থিত নিজেদের কর্মীদেরই তারা মারধর করে। তাঁর অভিযোগ, তৃণমূলের লক্ষ্য যেভাবেই হোক ক্ষমতা দখল করা। এ ব্যাপারে তারা থানায় অভিযোগ দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *