
অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৬ ডিসেম্বর: এলাকায় তৃণমূলের সন্ত্রাস এবং দলীয় নেতা কর্মীদের ওপর মিথ্যা মামলা রুজু করার প্রতিবাদে শুক্রবার গোপীবল্লভপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। এদিন সাতমা ও গোপীবল্লভপুর মণ্ডলের প্রায় ১২০০ বিজেপি কর্মী সমর্থক মিছিল করে ৫ দফা দাবি নিয়ে গোপীবল্লভপুর থানার আইসির কাছে একটি স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে উল্লিখিত তাদের দাবি গুলি হল, অবিলম্বে গোপীবল্লভপুর এলাকায় তৃণমূলের সন্ত্রাস বন্ধ করতে হবে, বিজেপি কর্মীদের উপর একের পর এক মিথ্যা মামলা চাপানো বন্ধ করে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং থানা এলাকার বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের তোলা আদায় বন্ধ করে এলাকার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে তার প্রয়োজনীয় পদক্ষেপ প্রশাসনকে নিতে হবে। এই পাঁচ দফা দাবির ভিত্তিতে গোপীবল্লভপুরের আইসি’কে স্মারকলিপি জমা দেন গোপীবল্লভপুরের বিজেপি নেতা কর্মী সমর্থকরা।
ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যে সম্পাদক রাজীব ওঝা, ঝাড়গ্রাম জেলার সাধারণ সম্পাদক অবনি ঘোষ, গোপীবল্লভপুরের মণ্ডল সভাপতি নগেন সিং, সাতমা মণ্ডলের সভাপতি মুরালি ঘোষ সহ দলের অন্যান্য নেতৃত্ব।