আমাদের ভারত, হুগলী, ৬ জুলাই: আমফানে ক্ষতিপূরণ পাইয়ে দেবার নামে ধর্ষণের অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনা সিঙ্গুরের বোড়াই-পহলামপুর গ্ৰাম পঞ্চায়েতের মহম্মদপুর এলাকায়। ঘটনার জেরে সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করতে উপস্থিত হন নির্যাতিতা গৃহবধূ। তার সাথে উপস্থিত হন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্ৰেপ্তারের দাবিতে সিঙ্গুর থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এই দাবিতে দীর্ঘক্ষণ ধরে থানা চলে ঘেরাও।