সামাজিক দূরত্ব শিকেয়, ১৫ দফা দাবিতে জাঙ্গিপাড়া বিডিও অফিসের সামনে বিক্ষোভ বিজেপির

আমাদের ভারত, হুগলী, ৩০ জুন: গতকালের পর আজও, রিষড়া পুরসভার পর আজ জাঙ্গিপাড়া বিডিও অফিসের সামনে বিক্ষোভ বিজেপির। সামাজিক দূরত্ব এখানেও অধরা।

আমফানে ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা, জবকার্ড প্রদান সহ পনেরোটি দাবি নিয়ে আজ বেলার দিকে বিডিও অফিসের সামনে জড়ো হন প্রায় হাজার খানেক বিজেপি কর্মী সমর্থক। তাদের অভিযোগ, আমফানে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের নাম পঞ্চায়েতের তৈরী করা তালিকায় নেই, উল্টে তৃণমূল আশ্রিত লোকজন এই ক্ষতিপূরণের জন্য নির্বাচিত হয়েছেন। আসলে গরিব লোকজন পাচ্ছেন না জবকার্ড। আগামীদিনে এ ব্যাপারে সঠিক পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেন তারা।

করোনা পরিস্থিতিতে যেখানে মানুষের রুটি রুজির জন্যও বাইরে বেরচ্ছেন না সেখানে হাজার খানেক লোক জড়ো করে এই ধরনের আন্দোলনের যৌক্তিকতা কতটা তার কোনো সদুত্তর দিতে পারেননি তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *