সাথী দাস, পুরুলিয়া, ২৪ ডিসেম্বর: জেলাজুড়ে শাসক দল ও রাজ্য সরকারের বিরুদ্ধে মহিলা অসুরক্ষার অভিযোগ তুলে তোলপাড় করল বিজেপির মহিলা সংগঠন। এদিন বিজেপি মহিলা মোর্চার জেলা সভাপতি কাবেরী চ্যাটার্জি একধাপ এগিয়ে বলেন, “আমরা মহিলাদের তৃণমূল থেকে সতর্ক করছি। ওরা সব পারে।” ‘আর নয় অসুরক্ষা’ কর্মসূচি নিয়ে টানা তিন দিন ধরে পুরুলিয়া জেলার ৯টি বিধানসভা কেন্দ্রে দলীয় এই কর্মসূচি অনুষ্ঠিত হল। প্রতিটি স্থানেই ধর্না কর্মসূচির আগে বিক্ষোভ মিছিল করেন সদস্যারা।
আজ শেষ দিনে পুরুলিয়া ছাড়াও বাঘমুন্ডি এবং জয়পুর বিধানসভা কেন্দ্রে দলীয় এই কর্মসূচি পালন করে বিজেপির মহিলা মোর্চা। পুরুলিয়া বিধানসভার অন্তর্গত জেলা সদরে কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলাশাসক কার্যালয়ের কাছে কাছারি মোড় এলাকার ধর্না বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রীরা ছাড়াও মহিলা মোর্চার জেলা পর্যবেক্ষক তথা জেলা সহ-সভাপতি বিনোদ তেওয়ারি, পুরুলিয়া শহর উত্তর মন্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী সহ অন্যান্যরা।