তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গোপালনগর ও হাবড়ায় বিজেপির  বাইক র‍্যালি

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ ডিসেম্বর: রাজ্যের তৃণমূল সরকার ও কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে শ্লোগান তুলে উত্তর ২৪ পরগনার বনগাঁর দক্ষিণ বিধানসভা ও হাবড়ায় জনসংযোগ করতে বাইক র‍্যালি করলেন বিজেপি কর্মী সমর্থকরা। রবিবার বিজেপি নেতা স্বপন মজুমদারের নেতৃত্বে প্রায় দুশো বাইক নিয়ে গোপালনগর পাল্লা, চৌবেড়িয়া ১, চৌবেড়িয়া ২, দিঘারি, বৈরামপুর এই পাঁচটি পঞ্চায়েতেজুড়ে বাইক র‍্যালি হয়। এই র‍্যালিতে যোগ দেন বিজেপি দক্ষিণের মণ্ডল সভাপতি হরিশংকর সরকার, বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্য কর্মী সমর্থকরা।  

২০২১ বিধানসভা নির্বাচনে বাংলা থেকে তৃণমূল সরকারকে হঠাতে বাইক র‍্যালির মধ্যমে জনসংযোগে নেমেছে বিজেপি। জেলার বিভিন্ন জায়গায় একযোগে যেমন চলছে মিছিল পাশাপাশি চলছে জনসভা।এদিন উত্তর ২৪ পরগনার হাবড়া শহরে বাইক 
মিছিলের আয়োজন করে বিজেপি কর্মীরা। এদিন হাবড়ার হাটথুবা সমবায় ব্যাঙ্কের টাকা তছরুপের অভিযোগ তুলে শাসক দলের বিরুদ্ধে বিজেপি বাইক র‍্যালির মাধ্যমে প্রতিবাদ মিছিল করে। হাবড়ার চোংদা মোড় থেকে কয়েকশো বাইক নিয়ে যশোর রোড ধরে অশোকনগরের কচুয়া মোড়ে গিয়ে মিছিল শেষ হয়। তৃণমূলের একাধিক দুর্নীতি সহ হাবড়ার হাটথুবার সমবায় সমিতিতে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিজেপির আজকের মিছিল।

বিজেপি নেতা স্বপন মজুমদার বলেন, তৃণমূল সরকার আমফানের ত্রাণের টাকা থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি করছে। এছাড়াও তৃণমূলের কর্মীরা 
সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত। এমনকি সরকারি 
আধিকারিকদের শিক্ষাগত যোগ্যতার সম্মান না করে
সরকারি আধিকারিকদের মানুষের দুয়ারে দুয়ারে নিয়ে গিয়ে তৃণমূলের ভোট প্রচার 
করাছে। এর প্রতিবাদ করে বাইক
মিছিল করে জনসংযোগ করে বনগাঁ দক্ষিণ ও হাবড়ার বিজেপি কর্মীরা।
 

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here