বিজেপির নেতা-কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিবেক মুখার্জি, আমাদের ভারত,নদীয়া,১ ডিসেম্বর: বিজেপির নেতা ও কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাট থানার কুপার্স ক্যাম্পে। ঘটনায় গুরুতর আহত হয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন কুপার্সে শহর মন্ডলের সম্পাদক বাপি বারুই।


সূত্রের খবর,শনিবার রাতে কুপার্স ক্যাম্প পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে কল্যাণ দাস নামে এক বিজেপি কর্মীকে তৃণমূল কর্মীরা মারধর করছে। খবর পেয়ে তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে যায় বিজেপি নেতা বাপী বারুই।অভিযোগ তখনই কুপার্স ক্যাম্পের তৃণমূলের শহর সভাপতি পিন্টু দত্ত ও কুপার্স ক্যাম্পের চেয়ারম্যান শিবু বাইনের নেতৃত্বে বাপী বারুই -এর ওপর হামলা চালায় তৃণমূল কর্মীরা।

অভিযোগ,বাপী বারুইকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হন আরও কিছু বিজেপি কর্মী।পরে গুরুতর আহত অবস্থায় বাপী বারুইকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজেপির অভিযোগ, এলাকায় বিজেপির সংগঠকদের ভয় দেখাতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হামলা চালিয়েছে তৃণমূল।যদিও হামলার কথা অস্বীকার করেছে তৃণমূল।

তৃণমূলের পাল্টা অভিযোগ,মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ফ্লেক্স খুলে নেওয়াকে কেন্দ্র করে কল্যাণ নামে এক বিজেপি কর্মীর সাথে তৃণমূল কর্মীদের বচসা হয়েছিল।সেই বচসাকে কেন্দ্র করে বাপী বারুই এর নেতৃত্বে বিজেপির বাইক বাহিনী ১২ নম্বর ওয়ার্ডে গিয়ে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালালে তারা হামলা প্রতিহত করে।

তৃণমূলের আরও অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কুপার্স ক্যাম্পকে অশান্ত করতে চাইছে বিজেপি।ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here