আবাস যোজনা, বিভিন্ন ভাতা দেওয়ার ক্ষেত্রে বঞ্চনার প্রতিবাদে বাঁকুড়ায় বিজেপির রাস্তা অবরোধ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৯ জানুয়ারি: আবাস যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা প্রদানের ক্ষেত্রে দুর্নীতি ও স্বজন পোষন, প্রকৃত প্রাপকদের বঞ্চিত করার প্রতিবাদে বিজেপির বাকুঁড়া ১ নং জগদল্লা পঞ্চায়েতের উদ্যোগে আজ সকালে পোয়াবাগানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বাকুঁড়া সদ‍র কেন্দ্রের বিধায়ক নিলার্দ্রী দানা, বিজেপির বাকুঁড়া ১নং মন্ডলের সভাপতি বিকাশ ঘোষ অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শ্রী দানা অভিযোগ করে বলেন, আবাস যোজনা, বিভিন্ন সরকারি ভাতা প্রদানের ক্ষেত্রে প্রকৃত প্রাপকদের বঞ্চিত করা হচ্ছে। সব ক্ষেত্রেই সরকারি আধিকারিকদের উপেক্ষা করে শাসক দলের নির্দেশ মতো কাজ করা হচ্ছে। সর্বত্রই তৃণমূলীকরণ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

বাঁকুড়া শহরের উপকন্ঠে পোয়াবাগানে ব্যস্ত এলাকায় অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়।এ কথা মাথায় রেখে অবরোধ তুলে নেওয়ার কথা ঘোষণা করেন স্হানীয় নেতৃত্ব।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here