সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৬ জুন: প্রধানমন্ত্রীর চিঠি গৃহস্থের হাতে দিয়ে পুরুলিয়ায় একপ্রকার ভোট প্রচার শুরু করেছে বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনে সব রাজনৈতিক দলের পাখির চোখ। লক্ষ্যে বাদ নেই রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দল বিজেপিরও। তাই প্রধানমন্ত্রীর চিঠি বাড়িতে বাড়িতে পৌঁছে দলের প্রচার ও নির্বাচনে ভোটারদের সমর্থন পাওয়ার চেষ্টা শুরু করেছে বিজেপি। রাজনৈতিক লড়াইয়ে সাংগঠনিক শক্তিকে হাতিয়ার করে জনসংযোগ বাড়াতে চাইছে পদ্ম শিবির।
শুক্রবার, পুরুলিয়া পুর এলাকায় সেই কর্মসূচি দেখা গিয়েছে। এদিন পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কর্পূর বাগান, ৫ নম্বর ওয়ার্ডের হুচুক পাড়া এবং ৬ নম্বর ওয়ার্ডের মাহাত পাড়া এলাকায় প্রধানমন্ত্রীর খোলা চিঠি বিতরণের মধ্য দিয়ে এক প্রকার ভোট প্রচার সারলেন জেলা বিজেপির পদাধিকারীরা। তাঁরা বাসিন্দাদের পদ্মফুলে সমর্থন রাখার আর্জি জানান। এদিন পুরুলিয়া শহরের দলীয় কর্মসূচিতে ছিলেন জেলা সহ-সভাপতি রবিন সিং দেও, দয়াময় চক্রবর্তী, বিনোদ তেওয়ারি। পুরুলিয়া শহর মন্ডলের দুই সভাপতি সত্যজিৎ অধিকারী ও বিপ্লব মুখার্জি।