পুরভোটে বিজেপি প্রার্থী পাচ্ছে না, দিলীপ ঘোষদের কটাক্ষ সুব্রত মুখার্জির

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১২ মার্চ: পুরভোটে বিজেপি প্রার্থী পাচ্ছে না বলে দিলীপ ঘোষ, মুকুল রায়দের কটাক্ষ করলেন সুব্রত মুখার্জি। বৃহস্পতিবার কলকাতায় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বলেন, পুরভোটে সাধারণত যুবকরাই বেশি প্রার্থী হয়। কারন পুরভোটে দৌড়ঝাঁপ সব থেকে বেশি। আসন্ন পুরভোটে যুবকরা বিজেপির হয়ে প্রার্থী হতে চাচ্ছে না। তাই বিজেপি পুরভোটে প্রার্থী পাচ্ছে না বলে মুরলিধর সেন লেনকে কটাক্ষ করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী।

এরপরেই রাজ্যে দলবদল নিয়েও মুখ খোলেন তিনি। সুব্রত মুখার্জি বলেন, বিজেপি খালি আমাদের দিকে তাকিয়ে আছে। তৃণমূল ছেড়ে যাওয়াদের বিজেপি প্রার্থী করতে চাইছে। তা ওরা করতেই পারে। তবে আসন্ন পুরভোটে বিজেপি রাজ্যে কিছু করতে পারবে না বলে দাবি করেন সুব্রত মুখার্জি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here