সংগঠন মজবুত করার লক্ষ্যে ঝাড়গ্রাম জেলা জুড়ে ঘুরলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১১ জানুয়ারি: পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় সংগঠন মজবুত করার লক্ষ্যে বার্তা দিয়ে গেলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি, সাংসদ দিলীপ ঘোষ। পঞ্চায়েত নির্বাচনে দল ভালো ফল করবে বলেও জানিয়ে গেলেন দিলীপবাবু। মঙ্গলবার সাঁকরাইল ব্লকের দুটি মন্ডলকে নিয়ে একটি কর্মিবৈঠক করেন তিনি।

মঙ্গলবার সাঁকরাইল ও রোহিনী দুই মন্ডলের সভাপতি, অঞ্চল, বুথ নেতৃত্ব ও কর্মীদের নিয়ে এই বৈঠক হয় কেশিয়াপাতা গ্রামে। দিলীপ ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সম্পাদিকা সোনালী মুর্মু, ঝাড়গ্রাম জেলা বিজেপি সভপতি তুফান মাহাতো, রোহিনী মন্ডল সভাপতি ভূপেন কালন্দি, সাঁকরাইল মন্ডল সভাপতি জিতেন সিং।

বিজেপির দলীয় সূত্রে জানা গিয়েছে, দিলীপবাবু সাঁকরাইল ব্লকে পঞ্চায়েত নির্বাচনে যাতে বিজেপি প্রতিটি আসনে মনোনয়ন করতে পারে সেই জন্য বলে যান। এর জন্য রাজ্য নেতৃত্ব তাদের পাশে থাকবে বলে কর্মীদের জানিয়ে গিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের আগে ব্লকে দলীয় সংগঠন মজবুত করার বার্তা দেন এবং মানুষের পাশে থাকার কথা বলেন।

কেশিয়াপাতায় দলীয় বৈঠক সেরে ঝাড়গ্রাম ব্লকের সড়ডিহাতে দলীয় কর্মীর বাড়িতে দুপুরের আহার সেরে বেলপাহাড়ির শিলদা থেকে জয়পুর পর্যন্ত একটি মিছিলে অংশ নেন। এর পরে জয়পুর গ্রামে একটি পথসভা করেন। সেই পথসভা থেকে তৃণমূলকে পঞ্চায়েত থেকে উপড়ে ফেলার ডাক দেন। তিনি বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের নমিনেশন করতে দেয়নি। পুলিশ, গুন্ডা দিয়ে হাত, পা ভেঙ্গে দিয়েছে। এবার আর ছাড়ব না। বুথে বুথে আমাদের লোক আছে। বড় বড় চোখ দেখিয়ে চমকিয়ে আমাদের বেশি দিন রাখা যাবে না।

কর্মসুচি শেষ করে তিনি গোপীবল্লভপুরে পঞ্চম ঝাড়গ্রাম জেলা বইমেলা পরিদর্শন করেন। এর পরে গোপীবল্লভপুরের বাজারে চা চক্রে যোগ দেন। তার পরে তিনি মকর পরবের আগে নিজের বাড়ি কুলিয়ানাতে যান, মায়ের সাথে দেখা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *