বালুরঘাটে বিস্ফোরণের ঘটনা খাগড়াগড় কান্ডকেই উসকেছে বলল বিজেপি, সিআইডি তদন্তের দাবি জানিয়ে এসপিকে লিখিত অভিযোগ

আমাদের ভারত, বালুরঘাট, ১ ফেব্রুয়ারি: পুর নির্বাচনের আগে বালুরঘাটে বিস্ফোরণে কেঁপে ওঠে তৃণমূল কর্মীর বাড়ি। ভেঙ্গে তছনছ হয় জানালা-দরজা। শুক্রবারের ওই ঘটনার পর শনিবার সাতসকালে ঘটনার তদন্তে এলাকায় ছুটে যান জেলা পুলিশের আধিকারিকরা। দুটি ঘর সিল করে নমুনা সংগ্রহ করলেন পুলিশ আধিকারিকরা। ঘটনা চাক্ষুষ করে অবাক হন খোদ পুলিশের আধিকারিকরাও। তবে কি কারণে বা কিভাবে ঘটেছে এই ঘটনা তা নিয়ে কিছুই খুঁজে পাননি পুলিশ কর্তারা।

শুক্রবার বালুরঘাটের বিশ্বাসপাড়া এলাকায় বিস্ফোরণ কান্ডের সমস্ত তথ্য নিয়ে দীর্ঘ চুলচেড়া বিশ্লেষণ করে পুলিশ আধিকারিকরা তেমন কোনও কারণই খুঁজে পায়নি। যা নিয়ে দ্বিতীয় খাগড়াগড় কান্ডকে উস্কে দিয়েছে বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে। ঘটনা নিয়ে সিআইডি তদন্তের দাবি জানিয়ে এদিন জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আকারে একটি দাবিপত্র পেশ করেছেন বিজেপির নেতৃত্বরা। বিস্ফোরণের কারণ নিয়ে ধোঁয়াশায় বাড়ির মালিক শিবু সেন ও তাঁর আত্মীয়রাও। তাঁরাও এই ঘটনায় সঠিক তদন্তের দাবি করেছেন।

বিজেপির টাউন মন্ডল সভাপতি সুমন বর্মন জানিয়েছেন, শহরের বুকে এমন ভয়ানক বিস্ফোরণ দ্বিতীয় খাগড়াগড় কান্ডকেই উস্কে দিয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে সিআইডি তদন্তের দাবিতে জেলা পুলিশ সুপারকে চিঠি দিয়েছেন তাঁরা।

ডিএসপি সদর ধীমান মিত্র জানিয়েছেন, এদিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি বেশকিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিয়ে তাঁরা ফরেন্সিক বিশেষজ্ঞ দলের সাহায্য চেয়েছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here