দলীয় সাংসদদের ত্রাণ বিলিতে বাধা নিয়ে মমতার পুলিশের বিরুদ্ধে অমিত শাহের দ্বারস্থ হচ্ছে বঙ্গ বিজেপি

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৬ এপ্রিল: ত্রাণ বিলি করতে গিয়ে বিজেপি সাংসদদের পুলিশি বাধার মুখে পড়া নিয়ে অমিত শাহের দ্বারস্থ হচ্ছে বিজেপি। বৃহস্পতিবার ত্রাণ বিলি করতে গিয়ে ব্যারাকপুরের সাংসদকে বাধা দেয় পুলিশ। বিগত তিনদিন ধরে বিজেপি সাংসদ জন বার্লাকেও ত্রাণ বিলিতে বাধা দিয়েছে পুলিশ এমনই অভিযোগ রাজ্য বিজেপির। পুলিশের এমন আচরণে মুরলিধর সেন লেনের ম্যানেজরারা যথেষ্টই ক্ষুব্ধ।

আজ সকালে এই নিয়ে ভিডিও কনফারেন্সে রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে নালিশ জানান মুকুল রায়, রাহুল সিনহারা। এদিন রাজ্যের পরিস্থিতি নিয়ে মুকুল রায়, রাহুল সিনহা সহ দলের সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। ভিডিও কনফারেন্সে রাজ্য বিজেপির নেতারা একযোগে ব্যারাকপুর ও বিধাননগর পুলিশ কমিশনারেটের বিরুদ্ধে নালিশ জানান। কিন্তু বিকেলে রাজ্য বিজেপি নেতারা দলীয় সাংসদের ত্রাণ বিলিতে পুলিশি বাধার অভিযোগে এবার সরাসরি দিল্লির দ্বারস্থ হবার সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে নালিশ জানাবার সিদ্ধান্ত নিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা।

উল্লেখ্য, কয়েকদিন আগে বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে ত্রাণ দিতে বাধা দিয়েছিল পুলিশ বলে অভিযোগ জানিয়েছিলেন দিলীপ ঘোষ। তবে এদিন অর্জুন সিংয়ের ত্রাণ বিলিতে বাধা দেওয়া নিয়ে রাজ্যের বিরুদ্ধে সরাসরি নালিশ জানাবে দিলীপ ঘোষ, মুকুল রায়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *