
আশিস মণ্ডল, বোলপুর, ২৬ মে : উচ্চ মাধ্যমিকে রাজ্যে পঞ্চম বোলপুরের ঋষিতা সিংহ মহাপত্রকে সম্বর্ধনা দিল বিজেপি। শুক্রবার বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শ্যাম মোহন ঝাঁ, বোলপুর শহর সভাপতি লক্ষ্মণ লাল তেওয়ারি এই সম্বর্ধনা দেন।
শ্যামবাবু বলেন, “ঋষিতা আমাদের গর্ব। সে উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করে জেলার মান বাড়িয়েছে। তাই তাকে উৎসাহ দিতে আমরা তার বাড়িতে এসেছিলাম।” বিজেপির পক্ষ থেকে ঋষিতা’র হাতে পুষ্পস্তবকের পাশাপাশি মা সারদা দেবীর একটি বই তুলে দেওয়া হয়।