
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩ জুন:
বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে সাধারণ মানুষের পাশে যাতে দাঁড়াতে দেওয়া হয় তার জন্য শান্তিপুর থানাতে ডেপুটেশন দিল বিজেপি। তাদের দাবি তাঁকে যেন মানুষের পাশে দাঁড়াতে বাধা দেওয়া না হয়। এই সময় তাঁর মানুষের পাশে দাঁড়ানো উচিত।
গত কয়েকদিন ধরেই সাংসদ জগন্নাথ সরকারকে প্রশাসনের তরফ থেকে প্রশাসনিকভাবে হেনস্থা করা এবং তাঁর কাজে বাধা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে তিনি লকডাউনের নিয়ম মানছেন না। তাঁর কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজেপি সাংসদ কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন প্রশাসনের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেছিলেন, প্রশাসনের তরফ থেকে লকডাউনে তাঁকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। গতকালই হাইকোর্টে সেই মামলার রায় বেরোয়। সেখানে হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দেয় যে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার লকডাউনের নিয়ম মেনে সাহায্য করতে পারবেন। আর তারপরই আজ শান্তিপুর থানায় ডেপুটেশন দিল শান্তিপুর শহর মন্ডল বিজেপি।
বিজেপির দাবি, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে স্থানীয় মানুষের চাহিদা অনুযায়ী তাদের পাশে থাকার বিভিন্ন কর্মসূচিতে প্রশাসন বাধার সৃষ্টি করছে। এছাড়া পরিযায়ী শ্রমিকদের অভাব-অভিযোগ শুনে সাহায্য করার ক্ষেত্রেও স্থানীয় প্রশাসন বাধা দিচ্ছে। বিজেপি কর্মীদের দাবি এই সময় সাংসদকে মানুষের পাশে দাঁড়াতে যেন প্রশাসন বাধা না দেয়।