তমলুকে চালু না হওয়া বাসস্ট্যান্ডে লকডাউনে রাখা বাস-ট্রাকের পার্কিং ফি নেওয়ায় প্রতিবাদে বিজেপির ডেপুটেশন

আমাদের ভারত পূর্ব মেদিনীপুর ২৯ মে: অনুরোধ বোধন হলেও চালু না হওয়া বাসস্ট্যান্ডে লকডাউনে বাস ও ট্রাক রাখায় তমলুক পৌরসভা টাকা নেওয়ায় বিজেপির ডেপুটেশন তমলুক মহকুমা শাসকের কাছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মহকুমাশাসকের।

বারবার ঘটা করে উদ্বোধন হলেও তাম্রলিপ্ত পৌরসভার সেন্ট্রাল বাসস্ট্যান্ড এখনও চালু হয়নি। সমন্বয়ের অভাবে এই বাসস্ট্যান্ডে তমলুক দিয়ে যাতায়াতকারী অধিকাংশ বাস এখানে ঢোকে না। ফলে সারা বছরই ফাঁকা পড়ে থাকে এই সেন্ট্রাল বাস স্ট্যান্ড। ফাঁকা থাকায় পৌরসভার অনুমতিতে বেশ কিছু বাস-লরি এখানে দাঁড়িয়ে থাকে সারা বছর। এই লকডাউন পরিস্থিতিতে কিছু বেসরকারি বাস ও লরির মালিক তাদের বাস ও লরিগুলি রাস্তার ধারে না রেখে এই বাসস্ট্যান্ড এলাকায় রেখেছিলেন। লকডাউনের কারণে তাম্রলিপ্ত পৌরসভার পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছিল এইসব গাড়ি গুলির জন্য পার্কিং চার্জ নেওয়া হবে না। কিন্তু হঠাৎ করেই পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক রবীন্দ্রনাথ সেন ফতোয়া জারি করেছেন এই লকডাউন ও করোনা পরিস্থিতির মধ্যে এই গাড়িগুলির মালিকদের প্রত্যেকদিন বাসস্ট্যান্ডে গাড়ি রাখার জন্য ৫০ টাকা করে পার্কিং চার্জ দিতে হবে।

একদিকে বাস ট্রাক না চলায় আয় বন্ধ তার উপরে পার্কিং চার্জ দেওয়ার ফলে সমস্যায় বাস ও ট্রাক মালিকরা। আজ এই ঘটনার বিরুদ্ধে সরব হল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা বিজেপি। আজ বিজেপির তমলুক সাংগঠনিক জেলার পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে এই বিষয়ে একটি ডেপুটেশন দেওয়া হয়। মহকুমা শাসক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here