
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ মে: চার দিন ধরে বিদ্যুৎ নেই। বিদ্যুতের খুঁটি সব উপরে পড়ে আছে। এলাকায় জলও নেই। মানুষ এক দুর্বিষহ যন্ত্রণায় দিন কাটাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে মদনপুর ইলেকট্রিক সাপ্লাই অফিসে ডেপুটেশন দিল বিজেপি।
জানাগেছে, আমফানের দাপটে রাজ্য সহ নদিয়ার মদনপুর এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে রাস্তার ধারে বড় বড় গাছ লাইটপোস্ট উপড়ে পড়ে গেছে। এর কারণে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত চারদিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই। জলও নেই। তাই সাধারণ মানুষ থেকে সব শ্রেণির মানুষের কথা ভেবে শনিবার মদনপুর বিজেপি মন্ডলের পক্ষ থেকে ইলেকট্রিক সাপ্লাই অফিসে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়।