বিজেপি বাংলায় ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে: ইদ্রিস আলি

আমাদের ভারত, হাওড়া, ৫ জুন: বিজেপি ২০২১ এ বাংলায় ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে। দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তো সারাদিন ঘুমিয়ে কাটান, দেশের কোনও খবর রাখেন না। আর তারাই আবার বাংলায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। বিজেপি যতই স্বপ্ন দেখুক তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে না। ২০২১ এ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় আবার তৃণমূল ক্ষমতায় আসবে। শুক্রবার উলুবেড়িয়া এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি।

এদিন বিধায়ক বলেন, ঘূর্ণিঝড়ের পর রাজ্য সরকারের উদ্যোগে ভেঙ্গে যাওয়া ৭০০টি রাস্তার আলো সারানো হয়েছে। ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় জরুরি পরিষেবা দেওয়ার জন্য তৃণমূল কর্মীরা ১ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে। ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য পূর্ব কেন্দ্রের ৩২টি ওয়ার্ডে ২৯টি এবং রঘুদেবপুর ও খলিশানী গ্রাম পঞ্চায়েতে ৭টি কোয়ারেন্টাইন সেন্টার বানানো হয়েছে। এদিন তিনি অভিযোগ করেন, বিজেপি মিথ্যে কথা বলে মানুষকে উস্কানি দিচ্ছে। এমনকি বিজেপি তৃণমূল কংগ্রেস কর্মীরা দূর্নীতিগ্রস্থ বলেও মিথ্যা অপপ্রচার করছে। এদিন বিধায়ক অভিযোগ করেন, ত্রিপল বিতরণ নিয়েও বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে, শুধুমাত্র তৃণমূল সমর্থকদের বেছে বেছে ত্রিপল দেওয়া হচ্ছে বলেও মিথ্যা প্রচার করছে।

প্রসঙ্গত শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিধায়করা সাংবাদিক সম্মেলন করছেন। শনিবার সাংবাদিক সম্মেলন করবেন বাগনানের বিধায়ক অরুনাভ সেন ও উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। রবিবার সাংবাদিকদের নিয়ে বৈঠক করবেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি, সোমবার বৈঠক করবেন শ্যামপুরের বিধায়ক কালিপদ মন্ডল এবং মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করবেন তৃণমূলের হাওড়া গ্রামীন জেলা সভাপতি উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *