সুশান্ত ঘোষ, বনগাঁ, ২৮ ডিসেম্বর: এবারে বাড়ি বাড়ি জনসংযোগ করতে নতুন কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। সোমবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র ও হাবরা বিধানসভা কেন্দ্রে জনসংযোগ করে রিফলেট বিলি করলেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস ও হাবরার ১ নম্বর উত্তর গ্রামীণ মণ্ডল সভাপতি সত্যজিৎ মল্লিক।
আজ সকালে গোপালনগর ১নম্বর ও ২নম্বর পঞ্চায়েত এলাকায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরে লিফলেট বিলি করে জনসংযোগ করেন বিশ্বজিৎ দাস। বিশ্বজিতবাবু তৃণমূলের হয়ে বনগাঁ উত্তরে দুবারের বিধায়ক ছিলেন। বনগাঁ ও জেলার তৃণমূল নেতাদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বিশ্বজিতবাবু বলেন, বনগাঁর মানুষের জন্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ছিলাম। তৃণমূলের জেলা ও স্থানীয় নেতাদের দুর্নীতি তোলাবাজি সহ একাধিক অপরাধ মূলক কাজকর্মের বিরুদ্ধে লড়াই করতে আমি বিজেপিতে যোগ দিয়েছি। প্রতিকুলতার মধ্যে দিয়েও বনগাঁর মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। মানুষের আশীর্বাদ আমার মাথায় আছে, আগামী দিনেও বনগাঁর মানুষের জন্য লড়ে যাব। তিনি বলেন, আগামী বিধানসভায় ভারতীয় জনতা পার্টি বনগাঁ মহকুমার চারটি বিধানসভা কেন্দ্র দখল করবে।
অন্যদিকে, বুথ মজবুত করতে মানুষের বাড়ি বাড়ি জনসংযোগ করতে নতুন কর্মসূচিতে নেমেছেন হাবরার ১ নম্বর উত্তর গ্রামীণ মণ্ডল সভাপতি সত্যজিৎ মল্লিক। এদিন হাবরার মছলন্দপুর ১নং পঞ্চায়েত, বেড়গুম ১নং পঞ্চায়েত, বেড়গুম ২নং পঞ্চায়েতের কর্মী সমর্থকদের নিয়ে রিফলেট বিলি করে জনসংযোগ করেন সত্যজিতবাবু। এদিন বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে তৃণমূলের দুর্নীতির কথা তুলে ধরেন।