লকডাউন শিথিল হলেও মানুষকে সাহায্য করছে বিজেপি

স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩ জুন:
লকডাউন শিথিল হলেও এখনও মানুষের আর্থিক অবস্থা ফেরেনি। তাই বিজেপি এখনও মানুষকে সাহায্য চালিয়ে যাচ্ছে। আজ বিনামূল্যে সবজি বাজার বসিয়ে বিতরণ করা হল সবজি। মদনপুরের ২ নম্বর পঞ্চায়েত আলাইপুরের নিবেদিতা স্কুলের মাঠে আজ বিনামূল্যে সবজি বাজার বসায় বিজেপি।

জানাগেছে, লকডাউন শিথিল হলেও এখনও অনেক মানুষ কর্মহীন, তাদের হাতে পয়সা নেই। সেই কারণেই বিজেপি মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছে। আজ মদনপুরের ২ নম্বর পঞ্চায়েত আলাইপুরের নিবেদিতা স্কুলের মাঠে বিনামূল্যে সবজির বাজার বসায় বিজেপি।

কল্যাণী গ্রামীণ ১ নম্বর মন্ডলের বিজেপি সভাপতি দশরথ চন্দ্র অধিকারী জানান, মোট বারোটা স্টল বসানো হয়েছে। কোনও স্টলে আলু, কোন স্টলে পটল, কোথাও পুঁইশাক, কোথাও বেগুন, পেঁপে, কুমড়ো, লঙ্কা, টমেটো, বিট, গাজর সহ বিভিন্ন সবজি প্যাকেটে করে রাখা হয়েছিল। টেবিলের উপরে আমরা এগুলো সাজিয়ে রেখেছিলাম। শুধু ডাটাগুলো আলাদা করে ব্যাগে আমরা দিয়েছিলাম। প্রত্যেকেই প্রায় ৪০০ গ্রাম করে সবজি পেয়েছে। সামাজিক দূরত্ব মেনে যাদের কুপন দেওয়া হয়েছিল তাদের হাতে এক একটা করে সবজির প্যাকেট আলাদা স্টল থেকে তুলে দেওয়া হয়েছে।

উপস্থিত ছিলেন বিজেপির জেলার সাধারণ সম্পাদক রবিন সরকার, কনভেনার অনুপম বিশ্বাস, কল্যানী গ্রামীণ মন্ডলের ১ নম্বর মণ্ডলের সভাপতি দশরথ চন্দ্র অধিকারী, এছাড়া উপস্থিত ছিলেন ১০ নম্বর শক্তি প্রমুখ হরি গোপাল বিশ্বাস।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here