দুই পুরসভা দখলের ব্লুপ্রিন্ট তৈরি করতে বালুরঘাটে দিনভর রুদ্ধদ্বার বৈঠক বিজেপির

আমাদেরভারত, বালুরঘাট, ২৩ জানুয়ারি: বালুরঘাটে পুরভোটের রণকৌশল নিয়ে বৃহস্পতিবার দিনভর রুদ্ধদ্বার বৈঠক বিজেপি নেতৃত্বের। পানীয় জল ও কাউন্সিলরদের আবাসন দুর্নীতিই থাকছে নির্বাচনে বিজেপির প্রধান ইস্যু। এছড়া, সংশোধিত নাগরিকত্ব আইনকে হাতিয়ার করেই পুরভোটের বৈতরণী পার করবে বিজেপি দল বলে দলীয় সুত্রের খবর। বৃহস্পতিবার বালুরঘাট ও গঙ্গারামপুর পৌরসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে দিনভর রুদ্ধদ্বার বৈঠক করেন বিজেপি নেতৃত্বরা। এদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শহরের নারায়ণপুরে একটি বেসরকারি ভবনে জেলা নেতৃত্বের সাথে উপস্থিত থেকে নির্বাচন রূপরেখা ঠিক করেন কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব।

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও গঙ্গারামপুর পৌরসভা বর্তমানে রাজ্যের শাসক দল তৃণমূলের দখলে। দুই পুরসভায় শাসক দলের দুর্নিতি, স্বজনপোষণ সহ একাধিক বিষয়কে হাতিয়ার করে প্রচার চালানো নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রের খবর। জেলার সদর শহরে বালুরঘাট পুরসভাকে ছিনিয়ে নিতে মরিয়া বিজেপি নেতৃত্ব। কোটি কোটি টাকা বরাদ্দের পরেও বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে অপারক বিদায়ী পুরো বোর্ডের বিরুদ্ধে প্রচার সহ কেন্দ্রীয় সরকারের একাধিক জনমুখি প্রকল্পও তুলে ধরা হবে সাধারণ মানুষের কাছে। কেন্দ্রীয় আবাস যোজনা নিয়ে শহরে কাউন্সিলরদের তোলাবাজি ও দুর্নীতিকেই এবারে প্রচারের প্রধান ইস্যু করতে চলেছে বিজেপি বলে দলীয় সুত্রের খবর। এদিন এমন সব বিষয় নিয়েই আলোচনা করেছেন রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য রঞ্জন মন্ডল, রাজ্য কমিটির সদস্য গৌতম চক্রবর্তী, নীলাঞ্জন রায়, জেলা সভাপতি বিনয় বর্মন, প্রাক্তন সভাপতি শুভেন্দু সরকার সহ অন্যান্য জেলা নেতৃত্ব।

যদিও বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন বলেন, পুরসভা নির্বাচনকে সামনে রেখে এদিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে দলীয় রনকৌশল নিয়ে কিছু বলতে রাজি হননি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here