বিজেপি ফেক নিউজ করে পশ্চিমবঙ্গে অস্থিরতা সৃষ্টি করছে, অভিযোগ উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২১ নভেম্বর: অমিত মালব্য কে দায়িত্ব দিয়ে বিজেপি ফেক নিউজ তৈরি করে পশ্চিমবঙ্গে অস্থির অবস্থার সৃষ্টি করছে বলে অভিযোগ তুললেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস। রায়গঞ্জ শহরে দলীয় জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সন্দীপ বিশ্বাস বলেন, আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে বিজেপির এই ফেক নিউজ পোস্ট করা নিয়ে সজাগ ও সতর্ক করতে চাইছি।

সন্দীপ বিশ্বাস বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় রাজ্যজুড়ে চলছে উন্নয়ন কর্মযজ্ঞ। রাজ্যের মানুষ তৃণমূল সরকারের প্রতি দিনে দিনে আস্থাভাজন হয়ে পড়ায় রাজ্য সরকারের বদনাম করার লক্ষ্যে অন্যান্য রাজ্যের কিছু ঘটনাকে ভাইরাল করে এরাজ্যের ঘটনা বলে চালানোর প্রয়াস নিয়েছে বিজেপি। এই কাজে মদত দেওয়া ও পরিচালনার জন্য বিজেপির আই টি সেলের প্রধান অমিত মালব্যকে কাজে লাগিয়েছে। তৃণমূল কংগ্রেস এর তীব্র বিরোধিতা করছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here