করোনা নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি, অভিযোগ মৌসম নূরের

আমাদের ভারত, মালদা, ৩ জুন: করোনা নিয়ে বিজেপি নোংরা রাজনীতি করছে বলে অভিযোগ করলেন মৌসম নূর। তিনি বলেন, একেই করোনা, তার মধ্যে আবার আমফান ও ঘূর্ণিঝড়ের প্রভাবে সবজি ফসল নষ্ট হয়ে গেছে। রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু এই পরিস্থিতির মধ্যে মানুষের সংকটের সময় বিজেপির নোংরা রাজনীতি করাটা মোটেই উচিত নয়। মানুষের মধ্যে করোনা নিয়ে বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে তারা। মালদা শহরের স্টেশন রোড সংলগ্ন নূর ম্যানশন ভবনের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকেই এভাবেই বিজেপির কড়া সমালোচনা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের জেলা সভাপতি মৌসুম নূর। পাল্টা তৃণমূল মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছে বলে জানান উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দলের কোঅডিনেটর অম্লান ভাদুড়ি এবং তৃণমূল বিধায়ক সমর মুখার্জি।

মৌসুম নূর বলেন, বিজেপি ভুল তথ্য ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে। করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের পাশে দাঁড়িয়ে রাতদিন এক করে কাজ করে চলেছেন। সেই অবস্থায় বিজেপির উচিত ছিল কোনরকম বিভ্রান্তি না ছড়িয়ে রাজ্য সরকারের পাশে থাকা। কিন্তু সেটা তারা করেনি। অবাঞ্চিত ও বিভ্রান্তিকর কথা বলে মানুষের মধ্যে আতঙ্ক ছাড়াবার চেষ্টা করছে। নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি। সঠিক তথ্য মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তার বাইরে বিজেপি ঘৃণ্য রাজনীতি শুরু করেছে। কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। বিজেপির এই ধরনের নোংরা রাজনীতি মানুষ কোনোভাবে মেনে নেবে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাতেই এদিন এই সাংবাদিক বৈঠকের আয়োজন করেছি।

ভিত্তিহীন বলে পাল্টা অভিযোগ করেছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন, করোনা নিয়ে রাজ্য সরকার প্রথম থেকেই তথ্য গোপন করেছে। এখন সবকিছুই নাগালের বাইরে চলে গিয়েছে। তাই অবাঞ্চিত কথা বলে বিজেপিকে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করছে। মানুষ এটা ভালো চোখে নেবে না। মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছে তৃণমূল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here